সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। রেল পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালগাড়ি যাওয়ার কারণে সকাল ৬.১০ মিনিটের লোকাল ট্রেন বাতিল করা হয় । তাতেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা । ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ । বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিন ট্রেন বাতিলের পরেই ক্যানিং শাখার বেতবেড়িয়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা । ওভার হেডের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ করা হয় । বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন পরপর দাঁড়িয়ে যায় । ফলে সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই । কাজে যেতেও বিকল্প পথ ধরতে হয় অনেককে । স্বাভাবিকভাবেই সাতসকালে কাজে বেরিয়ে সমস্যায় পড়ায় পালটা ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী ।