রক্ষণাবেক্ষণের জন্য আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল৷ ২৫ এপ্রিলের পর ফের যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হবে ৷ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, আজ রাত বারোটার পর থেকে তারাতলা উড়ালপুল বন্ধ করা হচ্ছে ৷ এর ফলে তারাতলা হয়ে যাতায়াতকারীদের ২৪ ও ২৫ এপ্রিল যানজটের সমস্যায় পড়তে হতে পারে ৷ তবে, শুধু তারাতলা নয় ৷ উড়ালপুল বন্ধ থাকার ফলে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, যাতে অফিস টাইমে নিত্যযাত্রীদের অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন করা হবে বলে লালবাজার সূত্রে খবর ৷ ডায়মন্ড হারবার রোডে যানজট এড়াতে মোতায়ন করানো হচ্ছে অতিরিক্ত সার্জেন্ট পদমর্যাদার পুলিশ আধিকারিকদের ৷ দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাতায়াত করবে