জাহাঙ্গিরপুরীর পর এবার প্রয়াগরাজ ৷ ফের ভিন রাজ্যে হিংসার আসল ছবিটা তুলে ধরতে চলতে তৃণমূল কংগ্রেসের সত্য অনুসন্ধানী দল ৷ পাঁচ সদস্যের সত্য অনুসন্ধানী দল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আগামী কাল, বরিবার এই দলটি যোগী আদিত্যনাথের রাজ্যে পা দেবে ৷ তৃণমূল সূত্রে খবর, এই সদস্যের দলে থাকছেন, দোলা সেন, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, উমা সোরন এবং ললিতেশ ত্রিপাঠি ৷ দলের তরফে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই দলটি প্রয়াগরাজের অকুস্থল ঘুরে দেখবেন ৷ স্থানীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ৷ প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ জনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তপ্ত দেশের রাজনীতি ৷ মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয়েছে দু’বছরের এক শিশুর ৷ এই হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে ৷ প্রয়াগরাজের হত্যাকাণ্ডকে তুলে ধরে বিজেপিকে তুলোধনা করেছে বাংলার শাসক দল তৃণমূল ৷