দেশ

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার

মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অর্থনীতিবিদ রাজীব কুমার। ৩০ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৪ সালে নীতি আয়োগ গঠিত হওয়ার পর এই নিয়ে পর পর দু’জন ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। আগামী ১ মে এই পদে বসছেন অর্থনীতিবিদ সুমন বেরি। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্র। ঠিক কী কারণে রাজীব কুমার পদত্যাগ করেছেন, তা এখনও জানা যায়নি।