বিনোদন

প্রকাশ্য এল ‘ভুল ভুলাইয়া ২’-এর ট্রেলার

আবারও পর্দায় আসছে মঞ্জুলিকার শিহরন। পোস্টারের পর এবার প্রকাশ্য এল ‘ভুল ভুলাইয়া ২’-এর ট্রেলার। ট্রেলারের শুরুতেই শোনা গেল সেই চেনা ‘আমি যে তোমার, শুধু যে তোমার’ গানের সুর। কমেডি এবং হরর দুয়ের মিশ্রণে ভরপুর ট্রেলার। ভুল ভুলাইয়াতে অক্ষয় কুমারের যাদু দেখেছিলেন দর্শক। আর এবার সেই জায়গা নিয়েছেন কার্তিক আরিয়ান। তবে অক্ষয়ের জায়গা কতোটা তিনি পূরণ করতে পারবেন তা ছবি মুক্তির পরেই জানা যাবে। ‘ভুল ভুলাইয়া ২’-তে মঞ্জুলিকার আত্মা ভর করছে কিয়ারা আডবানীর ওপর। ১৫ বছর পর মঞ্জুলিকার সঙ্গে লড়াই। এই লড়াইতে সামিল হয়েছেন তব্বু। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ২০মে মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া ২’।