কলকাতা

এখনই স্কুলে গ্রীষ্মের ছুটি নয়, প্রয়োজনে এগোবে গরমের ছুটি, জানালেন শিক্ষামন্ত্রী

প্রচন্ড গরমে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকরাও চাইছেন স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হোক ৷ কিন্তু এখনই স্কুলে পড়ছে না গরমের ছুটি স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া ও রাজ্যে সামগ্রিক তাপপ্রবাহের চিত্র দেখেই গরমের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী । মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি রোজ যোগাযোগ রাখছেন এবিষয়ে ৷ বিকাশ ভবনে তীব্র গরম ও তাপপ্রবাহের জন্য স্কুল ছুটি দেওয়া হবে কি না, তা নিয়ে জরুরি বৈঠকের শেষে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । যেভাবে গরম বাড়ছে এবং দেখা নেই বৃষ্টির, তার মধ্যে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য শিক্ষা দফতর । তাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেই তড়িঘড়ি একটি বিশেষ বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আপাতত এগোচ্ছে না গরমের ছুটি৷ তবে পরিস্থিতি পর্যালোচনা করতে তড়িঘড়ি এই বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী ৷