জেলা

বীরভূমে কালবৈশাখী, দুর্গাপুরে শিলা বৃষ্টি, অবশেষে জেলায় জেলায় নামল স্বস্তির বৃষ্টি

অবশেষে জেলায় জেলায় নামল স্বস্তির বৃষ্টি। রাজ্যেজুড়ে চলছে দাবদাহ। তীব্র দাবদাহের পর অবশেষে কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বৃষ্টি বীরভূমে । বীরভূমে পাশাপাশি এদিন দুর্গাপুরেরও কালবৈশাখী হয় ৷ এছাড়া বোলপুর, সিউড়ি ও রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকায় এই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। বেলা সাড়ে চারটের সময় প্রথমে সিউড়ি ও তার কিছুক্ষণ পরেই রামপুরহাট এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয় । চলে প্রায় আধঘণ্টারও বেশি সময়। অন্যদিকে দুর্গাপুর-সহ একাধিক এলাকায় বিকেলে শিলাবৃষ্টিতে হাঁফ ছেড়ে বাঁচল মানুষ ৷ দুর্গাপুর ছাড়াও এদিন কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর, পাণ্ডবেশ্বরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়৷ অন্যদিকে বাঁকুড়া, দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের পর মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলার জায়গায় জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে নদিয়ার বিভিন্ন প্রান্তে। কালো মেঘে আকাশ ঢেকে বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার বিকেলেই আকাশ কালো করে আসে মেঘে। বহু কাঙ্খিত বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষজন।