আজ ফের মাঝ আকাশে অণ্ডালগামী বিমানে বিপত্তি। রবিবারের পর বুধবার ঘটল একই ঘটনা। এবারও কাঠগড়ায় ওই একই বেসরকারি সংস্থা স্পাইটজেটের বিমান। বিমানটি চেন্নাই থেকে অণ্ডালের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে অণ্ডাল বিমানবন্দরে পৌঁছতেই পারল না ওই বিমানটি। ফিরে গেল চেন্নাইতে। ইঞ্জিনের সমস্যার জেরেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে গত রবিবার মাঝ আকাশে মুম্বই থেকে অণ্ডালগামী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি নামার আগেই প্রবল ঝড়ের মুখে পড়ে। সেই ঘটনায় জখম হন ৪০ জন যাত্রী। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ফের দুর্ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই রুটের নিয়মিত যাত্রীদের মধ্যে। চরম অনিশ্চয়তার মুখে যাত্রীদের জীবনের নিরাপত্তা। সবার মুখে প্রশ্ন, বিমানটি চেন্নাই থেকে রওনা হওয়ার আগে যান্ত্রিক গোলযোগ কেন কর্তৃপক্ষের চোখে পড়েনি? তাহলে কি বিমানের ইঞ্জিনের চেক আপ ঠিকমতো হচ্ছে না? বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিমান সংস্থার দায়িত্ব ও কর্তব্যও প্রশ্ন চিহ্নের মুখে।