দেশ

আজ থেকে  ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথের দরজা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। বছরের এই সময়টাই সাধারনত চারধাম যাত্রা করেন অগণিত মানুষ। বাবা কেদারনাথের মন্দিরই এই যাত্রার শেষ পর্যায়। আজ কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।  মন্দিরের দ্বার উন্মোচন উপলক্ষ্যে কেদারধামে উপস্থিত ছিলেন হাজার হাজার ভক্ত। এদিন কেদারনাথ মন্দিরে প্রার্থনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও তাঁর স্ত্রী। কেদারনাথ ধামের দ্বার আচার-অনুষ্ঠান

এবং বৈদিক জপের মাধ্যমে খুলে দেওয়া হয়। মন্দিরটি ১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজনো হয়েছে। দরজা খোলার সময় কেদারনাথ ধামে উপস্থিত ছিলেন ১০ হাজারের বেশি তীর্থযাত্রী। এর আগে, ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী ধাম এবং যমুনোত্রী ধামের দ্বার খুলে দেওয় হয় ভক্তদের জন্য। বদ্রীনাথ ধামের দরজা খুলতে চলেছে আগামী ৮ মে। চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ চলছে পুরোদমে। এই বছর বিরাট সংখ্যক তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশ নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে।