জেলা

বিবাহবিচ্ছেদ মামলার অর্ডার কপি হাতে পাননি, রাগে বিচারককে ইট দিয়ে মারার চেষ্টা, ঘাটালে গ্রেফতার যুবক

বিবাহবিচ্ছেদ মামলার অর্ডার কপি হাতে পাননি। সেই রাগে বিচারককে মারার চেষ্টা এক যুবকের। তা নিয়ে হুলুস্থুল ঘাটাল মহকুমা আদালত চত্বর। পরে পুলিস গ্রেফতার করে ওই যুবককে। পুলিস জানায়, ধৃত যুবকের নাম প্রিয়রঞ্জন বসু, চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুর এলাকার বাসিন্দা তিনি। শনিবার তাঁকে আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এক যুবককে দেখা যায় ইট হাতে দাঁড়িয়ে থাকতে। মহকুমা আদালতের মূল ফটকের সামনে ওই যুবকের মোটরবাইক দাঁড় করানো ছিল। লম্বা-চওড়া-ফর্সা চেহারার ওই যুবককে ওই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহল হয় আইনজীবীদের। প্রশ্ন করলে জানা যায়, অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় শর্মাকে মারার জন্যই তিনি ইট নিয়ে দাঁড়িয়ে আছেন। কেন মারবেন? ওই যুবকের জবাব, বিবাহবিচ্ছেদের মামলার রায় হয়ে গিয়েছে। কিন্তু তার কপি এখনও হাতে পাননি তিনি। এরপরই আইনজীবী এবং বিচারকরা উদ্বিগ্ন হয়ে ফোন করে ঘাটাল থানায়। তড়িঘড়ি ঘাটাল থানা থেকে পুলিস এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।