জেলা

ফের মুখ পুড়ল বিজেপির, বনগাঁ পুরসভাতেও সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল

বনগাঁঃ  বনগাঁ পুরসভা কার দখলে থাকবে তা নিয়ে চলছিল টানাটানি। এমন কি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এর মধ্যেই বনগাঁ পুরসভার ঘটনা নিয়ে ফের বিজেপির মুখ পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করল রাজ্যের শাসক দল। কারণ বিজেপিতে যাওয়া দলত্যাগী ৪ কাউন্সিলর ফের তৃণমূলের যোগ দিল বৃহস্পতিবার। এর ফলে সংখ্যাগরিষ্ঠ হলো তৃণমূল । তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়াল ১৪। বনগাঁ পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা ২২ জন । আজ নগরায়ন ভবনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে বনগাঁ পুরসভার ৪ জন কাউন্সিলর ফের তৃণমূলের ফিরে এল। মাস খানেক আগে ওই কাউন্সিলররা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তারা ফের তৃণমূলে ফিরে আসলেন।