মালদা

 মালদা জেলায় পালিত হল আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ

হক জাফর ইমাম, মালদাঃ যথাযথ সম্মানের সঙ্গে পালিত করা হয় মালদা জেলায় আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ।এই উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে ৭ ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় একগুচ্ছ কর্মসূচি। ৮ই আগস্ট বৃহস্পতিবার রাতে মালদা গ্লো নার্সিং হোম প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ও ইনার হুইল ক্লাব এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির মালদা শাখার সহযোগিতায় শিশুর মায়েদের নিয়ে মাতৃদুগ্ধের শিশুদের প্রয়োজনের উপর সচেতনা শিবিরের আয়োজন করা হয়। এই দিনের আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিএম ও এইচ ডঃ সৈয়দ শাহজাহান সিরাজ, সি এম ও এইচ ডঃ অমিতাভ মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মালদা গ্লো নার্সিংহোমের ম্যানেজিং ডাইরেক্টর ডঃ ডি সরকার। মালদা গ্লো নার্সিংহোমের সিইও সুমিত সরকার সহ শতাধিক শিশুর মায়েরা। অনুষ্ঠান শেষে ডঃ ডি সরকার সংবাদমাধ্যমকে বলেন মায়ের দুধ শিশুদের জন্য কতটা উপকারিতা তা শিশুর মায়েদের বোঝানোর জন্যই আমাদের এই কর্মসূচি। আমাদের একটাই উৎস শিশুর মায়েদের অ্যাওয়ারনেস করা মাতৃ দুধ শিশুর জন্য কতটা উপকারিতা তা বোঝানোর জন্যই এই দিনের অ্যাওয়ারনেস ক্যাম্প।