পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমার কারবার চলছিল অনলাইনে। ছবি দেখিয়ে নেওয়া হত অর্ডার। তারপর ‘ক্য়াশ অন ডেলিভারি’! অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হল ৬ তাজা বোমাও। জানা গিয়েছে, ধৃতের নাম মকবুল শেখ। বাড়ি, কাটোয়ার মূলটি গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে মকবুলের বাড়িতে অভিযান চালায় পুলিস। তখন শৌচাগারের ছাদের তুষের উপর রেখে ৬ তাজা বোমা শুকোতে দিয়েছিল সে। স্রেফ বোমগুলি উদ্ধার করাই নয়, চক্রের মূল পাণ্ডা মকবুলকেও গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। সেই ফোন থেকে বোমা বিক্রি সংক্রান্ত অনেক তথ্য পাওয়া গিয়েছে।