গাড়ির ভিতরে এক নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তপ্ত হায়দরাবাদ। পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কুকীর্তির পাণ্ডা এক বিধায়কের ছেলে। পুলিশ তদন্ত শুরু করেছে।ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার, ২৮ মে। আর বিষয়টি প্রকাশ্যে আসে ১ জুন। প্রাথমিকভাবে পুলিশ ভারতীয় ফৌজদারি আইনের ৩৫৪ ধারায় মামলা রুজু করে। পরে রুজু হয় ৩৭৬ (দল বেঁধে ধর্ষণ)। পুলিশের তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, নির্যাতিতার বয়স ১৭ বছর। গিয়েছিল একটি পার্টিতে। ওই পার্টিতে বিধায়কের ওই পুত্র এবং সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যানকেও আমন্ত্রণ করা হয়েছিল। বিধায়কের পুত্র গিয়েছিল মার্সিডিজ চেপে। নাবালিকাকে সে কথা বলার অছিলায় বাইরে নিয়ে গিয়ে মার্সিডিজে ঢুকিয়ে সে এবং তার কয়েকজন বন্ধু ধর্ষণ করে। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নাবালিকা বিধায়ক-পুত্রের নাম জানিয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর ওই বিধায়কপুত্রকে জেরা করা হবে। যদিও পুলিশের তরফ থেকে বিধায়কের নাম প্রকাশ করা হয়নি।