মাধ্যমিকে অকৃতকার্য হতেই রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ফুলিয়া বিদ্যামন্দিরের দশম শ্রেণির এক ছাত্রী। জানা গেছে, মৃত ওই ছাত্রীর নাম মেঘা সরকার। এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। পরীক্ষার পর থেকেই মুষড়ে ছিল মেঘা। পরিবারের তরফে অনেকবার বোঝানো হয়েছিল ফুলিয়া বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্রী মেঘা সরকারকে। কিন্তু তারপরেও এই মর্মান্তিক পরিণতি ঘটাবে মেয়ে, তা যেন স্বপ্নেও ভাবেননি ফুলিয়ার নবলার সরকার পরিবার। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ স্কুল যাওয়ার পথে কিছু বন্ধুর সঙ্গে দেখা হয় মেঘার। তাদের মুখ থেকেই নিজের অকৃতকার্য হওয়ার খবর পেয়েই ভেঙে পড়ে সে। এরপরেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই মাধ্যমিক পরিক্ষার্থী।