কলকাতা

বিশ্ব পরিবেশ দিবসে ১৭টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি পাবে লালবাজার

আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি । এবার মহানগরের রাস্তায় এই ১৭টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি নিয়ে টহল দেবে কর্মরত পুলিশকর্মীরা । তাছাড়াও এই প্রথম কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে ক্রাশার মেশিন। প্রায়শ্যই ময়দান এলাকা বা রাস্তাঘাটে ব্যবহার করা জলের বোতল পড়ে থাকতে দেখা যায় । রোদ-ঝড়-জলে সেগুলি নষ্ট হয় ৷ প্লাস্টিক সরাসরি মাটিতে মিশতে পারে না, ফলে তার কারণে পরিবেশ দূষিত হয় । তাছাড়াও প্লাস্টিকের বোতল ড্রেন এবং নিকাশি ব্যবস্থার যথেষ্ট ক্ষতি করে । ফলে রাস্তায় জল জমে যায় । এবার সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কলকাতা পুলিশের হাতে আসছে ক্রাশার মেশিন । রাস্তাঘাটে যেখানেই ব্যবহার করা জলের বোতল পড়ে থাকবে, সেই সকলকে একত্রিত করে ওই ক্রাশার মেশিনের মাধ্যমে সেগুলি রিসাইকেল করা যাবে বলে জানা গিয়েছে । অতিসম্প্রতি কলকাতা পুলিশের ব্যবহৃত প্রায় হাজারখানেক গাড়ি বাতিল করা হয়েছিল । এই বাতিলের অন্যতম কারণ ছিল দূষণ কমিয়ে পরিবেশকে রক্ষা করা । কারণ বেশিরভাগ গাড়ির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং বেশি করে কালো ধোঁয়া বেরনোর রিপোর্ট ছিল লালবাজারে । ফলে বৈদ্যুতিক পরিচালিত গাড়ির বরাদ্দ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে । জানা গিয়েছে, বৈদ্যুতিক গাড়িগুলি নিয়ে কর্তব্যরত থাকলে পরিবেশের দূষণের মাত্রা অনেকটা কম হতে পারে । আগামিকাল সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ অ্যাথলেটিক ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা ।