দেশ

তিন তালাক, ৩৭০ ধারা বিলোপের পর এবার ধর্মান্তকরণ প্রতিরোধী বিল আনতে চলেছে মোদি সরকার

তিন তালাক, ৩৭০ ধারা বিলোপের পর এবার ধর্মান্তকরণ প্রতিরোধী বিল আনতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, আগামী অধিবেশনে ধর্মান্তকরণ প্রতিরোধী বিল নিয়ে আসতে চলেছে মোদি সরকার। কোনও এক ধর্মের মানুষকে জোর করে অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হলে, দোষীর কঠোর সাজা দেওয়া হবে। এমনই আইন আনতে চলেছে মোদি সরকার। সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১৭ জুন এবং রাজ্যসভার ২৪৯তম অধিবেশন শুরু হয়েছিল ২০ জুন। এবারের অধিবেশনে লোকসভায় ৩৭টি এবং রাজ্যসভায় ৩৫টি বৈঠক হয়েছে। প্রথম পর্যায়ের অধিবেশনে লোকসভায় ৩৩টি এবং রাজ্যসভায় সাতটি – মোট ৪০টি বিল পেশ হয়। লোকসভায় পাশ হয় ৩৫টি বিল আর রাজ্যসভায় পাশ হয় ৩২টি বিল। সংসদের উভয় কক্ষেই পাশ হয় ৩০টি বিল।