অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত। আজ, মঙ্গলবার ওড়িশা উপকূলের
এপিজে আব্দুল কালাম দ্বীপে এই সমরাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়। ৪০০০ কিমি দূরেও লক্ষ্যে নির্ভুল আঘাত আনতে সক্ষম এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রটি সব ধরনের মাপকাঠিতেই উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।