‘অগ্নিপথ প্রকল্প’-এর আওতায় প্রথম নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা ৷ চলতি মাসের ২৪ তারিখ থেকেই তারা এই নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে ৷ বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে ৷ এর ফলে যুবসমাজ উপকৃত হবে ৷ আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ৷” প্রসঙ্গত, চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসেনায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই প্রকল্পেরই পোশাকি নাম ‘অগ্নিপথ প্রকল্প’ ৷ কিন্তু, কেন্দ্রের এই ঘোষণার পরই প্রকল্পের বিরোধিতায় সরব হয় যুব সমাজের একাংশ ৷ বিহার, উত্তরপ্রদেশ-সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয় ৷ তার জেরে কার্যত বাধ্য হয়েই নিয়োগের আবেদন জানানোর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয় ৷ উল্লেখ্য, করোনার কারণে গত দু’বছর নিয়োগ প্রক্রিয়া একেবারে বন্ধ রেখেছিল সেনাবাহিনী ৷ দ্রুত সেই প্রক্রিয়া ফের শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, করোনাকালেও গত দু’বছর নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছিল বায়ুসেনা ও নৌসেনা ৷ এবার অগ্নিপথ প্রকল্পের অধীনেও নিয়োগ করবে তারা ৷