কলকাতা দেশ

সারাদেশে পালিত হচ্ছে ঈদ, সামিল লাখ লাখ মানুষ

ত্যাগে ও আনন্দে সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহার। ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামিল লাখ লাখ মানুষ। সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে ঈদ। সকালে কলকাতার রেড রোডে হয় ঈদের নামাজ। গোটা রাজ্যেও শান্তিতেই চলছে ঈদের আয়োজন। এছাড়া পশ্চিমবঙ্গের  বিভিন্ন এলাকায় সকাল থেকে উৎসবে মেতে উঠেছেন মুসলিমরা। এ দিনটি বিশ্ব জুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। সবাই এ দিন নতুন পোশাকে সেজে, যে যাঁর সাধ্য মতো ভোজের আয়োজন করেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতরাও এই আনন্দের অংশীদার হয়। এই দিনে উৎসবের রীতি মেনে যে যাঁর সাধ্য মতো এলাকার দরিদ্র ও দুঃস্থদেরও জামা-কাপড় বা খাবার দান করেন। এই উত্‍সবে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক হয়ে যান। এই উৎসবের  নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রোদায়ের মানুষ পালন করলেও এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ত্যাগের মহতোৎসব।