কলকাতা

অগ্নিপথের বিরোধিতা আগামীকাল ভারত বনধের ডাক, রাজ্যকে সচল রাখতে পুলিশকে বিশেষ নির্দেশ নবান্নের

আগামীকাল সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার। এই দিন ভারত বনধের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এই বনধ। বনধের কারণে যেন বেহাল অবস্থা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা দেখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন, থানা ও পুলিশকে। বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ডিভিশনের কমিশনার, জেলা পুলিশ সুপার ও আইসিকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যেই জারি করেছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতিগত কারণের জন্য রাজ্য কোনও বনধকেই সমর্থন করে না। নির্দেশ, বনধ যাতে জনজীবনে প্রভাব ফেলতে না পারে। সেই সঙ্গে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে সবসময় সতর্ক থানার কথা। রাজ্য ও কেন্দ্রের প্রতিটি সরকারি দফতরে পর্যাপ্ত নিরাপত্তার জন্য। বিশেষ লক্ষ্য রাখতে বলা হয়েছে ট্রাফিক সমস্যা যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে। কেন্দ্রীয় সরকারি অফিস গুলির ক্ষেত্রেও সমানভাবে নিরাপত্তায় জোর দিতে হবে। কোনভাবেই যাতে কোন জমায়েতের জন্য ট্রাফিকের সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি চালাতে হবে।”