দেশ

দেশের সব সাংসদ-বিধায়ককে রাতের মধ্যেই দিল্লিতে হাজিরার নির্দেশ কংগ্রেসের

কংগ্রেসের সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সব সদস্যকে দিল্লিতে ডেকে পাঠানো হল। মঙ্গলবার রাতের মধ্যেই দেশের সব সাংসদ, বিধায়ক ও বিধান পরিষদের সদস্যকে দিল্লিতে এআইসিসি দফতরে হাজির হতে বলা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি রাহুল গান্ধীকে ঘিরে ইডি বড় পদক্ষেপ করতে চলেছে? সারা দেশের কংগ্রেস সাংসদ, বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লিতে হাজির হতে বলায় রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে।