রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সূত্রের খবর, বেঙ্কাইয়াকে সামনে রেখেই এনডিএ ঘুঁটি সাজাচ্ছে। মঙ্গলবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা যশবন্ত সিনহা রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হবেন বলে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। যশবন্ত নিজেই টুইটে জানিয়েছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করার জন্য তিনি রাজি আছেন। তার জন্যই তিনি তৃণমূল ছাড়তে চাইছেন। তাঁর আশা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই পদক্ষেপকে স্বাগত জানাবেন। এদিকে বসে নেই বিজেপিও। প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বে ১৪ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এনডিএর প্রার্থী চূড়ান্ত হলেই ওই কমিটি রাজ্যে রাজ্যে তাঁর সমর্থনে প্রচার শুরু করে দেবে। কমিটি ইতিমধ্যেই এনডিএর শরিকদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। গত ১৫ জুন বিরোধীদের ডাকা বৈঠকে যে সব দল হাজির ছিল না, গজেন্দ্র কমিটি সেই সব দলের নেতাদের সঙ্গেও কথা বলেছে।