দেশ

পাইলটের তত্‍পরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

পাইলটের তত্‍পরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা। শেষ মুহূর্তে গুরুতর ত্রুটি নজরে আসায় উড়ল না ইন্ডিগোর একটি বিমান। সেই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িও। ফলে বড় বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। মঙ্গলবার সকালে নাগপুর থেকে বিমান দিল্লি রওনা হওয়ার টেক অফের মুহুর্তে বড় ত্রুটি দেখতে পান পাইলট। এরপরই বিমানের যাত্রা বাতিল করা হয়। নাগপুর থেকে দিল্লি যাবে বলে তৈরি ছিল ইন্ডিগোর বিমান ৬ই ৬৩৬। বিমান টেক অফের ঠিক আগে পাইলটের চোখে ধরা পড়ে গুরুতর এক ত্রুটি। এরপরই বিমানটির উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটিকে রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমান থেকে নামিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি-সহ অন্যান্য যাত্রীদের। বিমানবন্দরের এক আধিকারিক বিজয় মুলেকর জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমান যাত্রা বাতিল করা হয়েছে।