কলকাতা

শেষ রক্ষা হল না, পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী

প্রায় সাড়ে ছয় ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, উঁচু থেকে পড়ায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল ৷ তারপর থেকে আর জ্ঞান ফেরেনি সুজিতের ৷ ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসারত রোগী সুজিত শুক্রবার আচমকাই বিল্ডিংয়ের

আটতলার কার্নিশে উঠে পড়ে। দীর্ঘ দেড় ঘণ্টা ছিলেন সেখানে তিনি । এর পর সেখান থেকে নিচে ঝাঁপ দেন ৩৩ বছর বয়সি সুজিত। একাধিক তলায় কার্নিশে ধাক্কা খেয়ে মাটিতে পড়েন তিনি। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তেমনই পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন রাজনৈতিক থেকে চিকিৎসক মহল । এই গোটা ঘটনায় চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে ।