২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি! দিল্লি, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড উপনির্বাচনে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। তিন রাজ্যের তিন আসনেই হেরেছেন বিজেপি প্রার্থীরা। রাজধানী আগরতলায় লজ্জার হার হলেও অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় কিছুটা ভালো ফল হয়েছে বিজেপির। চার কেন্দ্রের মধ্যে তিনটিই বিজেপি দখল করেছে। যদিও জয়ের ব্যবধান খুব একটা বেশি ছিল না। তবে লোকসভা উপনির্বাচনে ভালো ফল হয়েছে বিজেপির। উত্তরপ্রদেশের দুটি লোকসভা কেন্দ্রে প্রথমে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দুটিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী৷ রামপুর ও আজমগড় কেন্দ্র দুটি সপার শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ পঞ্জাবের সানগ্রুর কেন্দ্রে অবশ্য দাঁত ফোটাতে পারেনি বিজেপি। লোকসভা উপনির্বাচনে সেই আসনে জয়ী হয়েছেন শিরোমণি অকালি দলের প্রার্থী সিমরনজিৎ সিং মান৷ দিল্লির রাজিন্দর নগর কেন্দ্রে ১১ হাজার ৪৬৮ ভোটে আপের কাছে হেরেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশের আতমাকুর কেন্দ্র থেকে প্রায় ৮৩ হাজার ভোটে জিতেছেন ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী মেকাপতি বিক্রম রেড্ডি। এই কেন্দ্রে মাত্র ১৪ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। ঝাড়খণ্ডের মান্দার কেন্দ্রে চূড়ান্ত ফল ঘোষিত না হলেও এই কেন্দ্রে বিজেপির হার সময়ের অপেক্ষা। কংগ্রেস প্রার্থী থেকে ২২ হাজার ভোটে পিছিয়ে বিজেপির গঙ্গোত্রী কুজুর। ত্রিপুরার চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। রাজধানী আগরতলায় জিতেছে কংগ্রেস। ৩ হাজারেরও বেশি ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন।