রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও একজন বিধায়ক ছিল না, রাতারাতি সেখানে বিধায়কের সংখ্যা ১০-এ পৌঁছে গেল বিজেপির। এবছরই লোকসভা ভোটের সময় বিধানসভা ভোট হয় সিকিমে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হেরে যায় সিকিম ডেমোক্র্যাটিক পার্টি। মুখ্যমন্ত্রী পদে দুই দশকের বেশি সময় থাকা পবন চামলিংকে সরে যেতে হয়। ক্ষমতায় আসে সিকিম ক্রান্তি মোর্চা। এখনও সরকারে রয়েছে তাঁরাই। তবে বিজেপি শূন্য থেকে ১০ বিধায়কে পৌঁছে গিয়েছে রাতারাতি। কারণ এসডিএফ এর দশজন বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ও অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন। এর ফলে ১৫ থেকে কমে ৫ বিধায়কে নেমে এল এসডিএফ। বিজেপি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়ে গেল।
Delhi: 10 MLAs of Sikkim Democratic Front join BJP in presence of BJP Working President JP Nadda and General Secretary Ram Madhav pic.twitter.com/7bsdcEfdDP
— ANI (@ANI) August 13, 2019