নলহাটির লখনামারা গ্রামে একটি গুদামে মজুত ছিল ৩০০ কুইন্ট্যাল অ্যামোনিয়াম নাইট্রেট। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযান চালায় এসটিএফ। অভিযোগ, অবৈধ ভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ এই রাসায়নিক। ইতিমধ্যেই তা বাজেয়াপ্ত করা হয়েছে। এই রাসায়নিক সার ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। কেন মজুত। সেই নিয়ে ঘনাচ্ছে রহস্য। তদন্তে পুলিশ । উল্লেখ্য, পাশের রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের নলহাটি থানা। পাথর খাদানের জন্য ওই রাসায়নিক মজুত করে রাখা হতে পারে বলে অনুমান। প্রসঙ্গত, বীরভূম থেকে গত বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। গ্রেফতার করা হয়েছিল ১ জনকে। এসটিএফ কর্তাদের প্রাথমিক অনুমান, এই বিপুল ডিটোনেটর পাচার করা হচ্ছিল ঝাড়খণ্ডে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারবার কেন বীরভূম থেকে বিস্ফোরক, বোমা উদ্ধার হচ্ছে, উঠছে এই প্রশ্ন। তদন্তে রাজ্য পুলিশ ও এসটিএফ। তবে পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে জানানো হয়েছে, ভয়ের কিছু নেই। বলা হয়েছে, তৎপর প্রশাসন। সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। পরপর ২ দিন ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে আরও তল্লাশি চালাচ্ছে প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স এবং পুলিশ। ওই গুদাম থেকে ট্রাকবোঝাই অবস্থায় অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। যদিও গুদামের মালিকের খোঁজ পাওয়া যায়নি।