কুণাল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়কে এক ফ্রেমে দেখা যাওয়াতেই রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও বিজেপি নেত্রী জানিয়েছেন, এই সাক্ষাৎ হওয়ার পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই তিনি বিজেপিতেই আছেন। তবু রূপা বিজেপি শিবিরে পরিচিত ঠোঁট কাটা ও একটু বেসুরো নামেই। বিজেপি শিবিরের সঙ্গে তাঁর দূরত্বও বেড়েছে বেশ। রাজীব বন্দ্যোপাধ্যায়ও বিজেপি ছেড়ে দেওয়ার আগে দলের মধ্যে থেকেই বিরোধিতা করছিলেন সেই সময় একদিন তিনি হঠাত্ই কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাত করেন। সেই সাক্ষাতকেও কুণাল সৌজন্য সাক্ষাত বলে মন্তব্য করেছিলেন। তার পর দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। ফলে রূপা কেন হঠাৎ কুণালের সঙ্গে সাক্ষাৎ করলেন তা নিয়ে জল্পনার অবকাশ থেকেই যাচ্ছে।সম্প্রতি বেশকিছু সিদ্ধান্ত নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। এমনকি দলের বহু কর্মসূচিতে তাঁকে দেখাও যায় না। তার ওপর এই সৌজন্য সাক্ষাৎ স্বাভাবিক ভাবেই এক নয়া জল্পনার জন্ম দিয়েছে। এখন দেখার সত্যিই পদ্ম ছেড়ে জোড়াফুল ধরেন কি না তিনি।