‘নেতার জন্ম হয় মাটি থেকে, অর্থাৎ মাটিতে কাজ করতে করতে নেতা হয়’ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিং ম্যালে কবি ভানু ভক্ত আচার্য-র ২০৮তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিত থাপা, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম-সহ অন্যান্যরা ভানুভক্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।এদিন তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জ্ঞাপনের বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কবি ভানু ভক্ত ভেদাভেদ করতেন না বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার মনীষীদের ইতিহাস তুলে ধরেন । পাশাপাশি, এদিন সবাইকে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে এগিয়ে আসার আবেদনও জানান তিনি । মমতা বন্দ্যোপাধ্য৷য় এদিন বলেন, “মহান নেতা কখনও গাছ থেকে পড়ে না । ভালো নেতা, মানবিক মানুষ এই মাটি থেকেই তৈরি হয় ।” এদিন তিনি আরও বলেন, “দার্জিলিংয়ের ছাত্ররা আমাদের গর্ব । আমি চাই তাঁরা বিশ্বের দরবারে যাক আর বিশ্বকে জয় করুক সঙ্গে বিশ্বে খ্যাতি অর্জন করুক ।”