বিদেশ

রাশিয়ার এস-৪০০ মিসাইল কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে না ভারত, বিশেষ সংশোধনী পাস

রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল বা অন্য কোন অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতকে ৷ এমনই সিদ্ধান্ত হল মার্কিন সংসদে ৷ এর জন্য নিজেদের আইনে বিশেষ সংশোধনী আনল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে মার্কিন মুলুকে সিএএসটিএ নামে একটি বিশেষ আইন আছে । সেই আইন অনুসারে কোনও দেশ যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা । তবে চিনের মতো ‘আগ্রাসী’ প্রতিবেশী থাকায় ভারতকে বিশেষ ছাড় দেওয়ার পথে হাঁটল মার্কিন সংসদ ৷ ধ্বনি ভোটে বৃহস্পতিবার এই সংশোধনী পাস হয় ৷ সংসদের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না এই মর্মে সংশোধনী প্রস্তাব পেশ করেন ৷ পরে প্রস্তাব পাস হওয়ার পর তিনি বলেন, ‘চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানো আমেরিকার দায়িত্ব। ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তা নিশ্চিত করতে আমি অনেক দিন ধরেই কাজ করে চলেছি ৷ আমি গর্বিত যে সংসদ এই প্রস্তাব পাস করেছে ৷ ‘ তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে ভারত আর আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ আর কোনও আন্তর্জাতিক সম্পর্ক নেই ৷