দেশ

আইসিএসই দশমের ফলপ্রকাশ, পাসের হার ৯৯.৯৭ শতাংশ, প্রথম স্থানে ৪

প্রকাশিত হল আইসিএসই দশমের ফল। পাসের হার ৯৯.৯৭ শতাংশ। আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে দেখা যাচ্ছে রেজাল্ট। এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাচ্ছে ফলাফল। বোর্ডের দেওয়া ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই ও ৭ সংখ্যার ইউনিক আইডি লিখে পাঠালে এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে ফল।  এবছর আইসিএসই দশম পরীক্ষায় বসেছিল ২ লক্ষ ৩১ হাজার ৬৩ জন পড়ুয়া। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬৭৮ (৫৪.৩৯ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৩৮৫ (৪৫.৬১ শতাংশ)। মেয়েদের পাসের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ। পুনর্মূল্যায়নের আবেদনের জন্য আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সময় থাকছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, এবারের পরীক্ষায় পশ্চিম এবং দক্ষিণ ভারতের ছাত্রছাত্রীরা সবথেকে ভালো ফল করেছে ৷ দেশের এই দু’টি অংশে পাশের হার ৯৯.৯৯ শতাংশ ৷ অন্যদিকে, সারা দেশে পাশের হার হল, ৯৯.৯৭ শতাংশ ৷ সফল পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে একসঙ্গে চারজন ৷ তাদের মধ্য়ে তিনজনই আবার উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ এরা হল, কানপুরের শেলিং হাউসের অঙ্কিতা গুপ্তা, বরলামপুরের জিসাস অ্যান্ড মেরি স্কুলের পুষ্কর ত্রিপাঠী এবং লখনউয়ের সিএমএস-এর কণিষ্ক মিত্তল ৷ এই তিনজনের সঙ্গেই প্রথম স্থান দখল করেছে মহারাষ্ট্রের পুণে শহরের সেন্ট মেরিজ স্কুলের হরগুন কউর মাথারু ৷ এরা সকলেই ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়েছে ৷