মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট মামলায় আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্র। তবে জমা পড়ল না ভিডিওগ্রাফি। আদালতে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পরে। গত ৪ মার্চ বারাণসী সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো নির্বাচনী প্রচার করেছিলেন সমাজবাদী পার্টির হয়ে। আর তা থেকে কলকাতা ফেরার সময় দেখা যায় বিভ্রাট। দমদম বিমানবন্দরে বিমান নামার ১৫ মিনিট আগে দেখা যায় সমস্যা। শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি। সেই সঙ্গে দুলতে শুরু করে উড়ান। শুধু তাই নয় মুহূর্তের মধ্যে ১০০ মিটার পর্যন্ত হঠাৎ করে নেমে আসে বিমানটি। এই বিভ্রাটের কথা জানিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত দাবি করা হয়েছিল। সমস্ত বিষয়টি জানানো হয়েছিল ডিজিসিএ’কে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, খারাপ আবহাওয়ার জন্য এই ধরণের ঘটনা ঘটেছে। এরপর বিস্তারিত রিপোর্ট চেয়েছিল আদালত। সেই রিপোর্টটি জমা পড়ল আজ।