এলাকায় খনি মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে তাউরু পাহাড়ে গিয়েছিলেন বে-আইনি খননের তদন্ত করতে ৷ কিন্তু আর ঘরে ফেরা হল না হরিয়ানার তাউরু শহরের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সুরেন্দ্র সিং বিষ্ণোই’য়ের ৷ ঘটনাস্থলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে ডাম্পারে পিষে মারল খনি মাফিয়ারা ৷ পুলিশ সূত্রে খবর, তাউরু পাহাড়ে অভিযানে গিয়ে একটি সন্দেহজনক ডাম্পারকে চিহ্নিত করে সেটিকে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন ডিএসপি পদমর্যাদার ওই পুলিশ আধিকারিক ৷ কিন্তু সুরেন্দ্র সিং বিষ্ণোই’য়ের নির্দেশ অমান্য করে তাঁর উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ খোলা ডাম্পস্টার থেকে পরবর্তীতে উদ্ধার করা হয় সুরেন্দ্র সিং’য়ের দেহ ৷ সুরেন্দ্র সিং বিষ্ণোই’য়ের মর্মান্তিক মৃত্যুকে শোকস্তব্ধ হরিয়ানা পুলিশ ৷ ডিএসপি-র সঙ্গে থাকা আরও দুই পুলিশ আধিকারিক যদিও ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন ৷