ফ্ল্যাটে টাকার পাহাড়, ম্য়ারাথন জেরার পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসি দুর্নীতির তদন্ত ঘণ্টার পর ঘণ্টা জেরা ও তাঁর বাড়িতে স্তূপীকৃত টাকা মেশিন দিয়ে গোনার পর শেষপর্যন্ত গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়কে। ইডি সূত্রে খবর হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে পাওয়া গিয়েছে মোট ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৫৮ লক্ষ টাকার গহনা, ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও। সন্ধে সাড়ে ছটা নাগাদ অর্পিতাকে তার ফ্ল্যাট থেকে বের করে আনেন ইডি আধিকারিকরা। ঘর থেকে বেরিয়ে আসার সময় বারবার চিত্কার করে অর্পিতা বলতে থাকেন, কোনও অন্যায় করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। জোর করে আমার ফ্ল্যাটে ঢোকা হয়েছে। অর্পিতা ওইসব কথা বললেও তার ফ্ল্যাটে ওই বিপুল পরিমান টাকা কী ভাবে এল তার কোনও উত্তর তিনি দিতে পারেননি। বাজেয়াপ্ত টাকা ট্রাকে করে ট্রাঙ্ক নিয়ে আসার ঘটনা অবাক করেছে অর্পিতার আবাসনের মানুষজনকে। কোনও ট্রাঙ্কে ২০০০, কোনও ট্রাঙ্কে ৫০০ টাকার নোট ভর্তি করা হচ্ছে বলে খবর। এছাড়া কেন ট্রাঙ্কে কী রাখা হবে তা লিখে ট্রাঙ্কের গায়ে সেঁটে দেওয়া হয়। সবেমিলিয়ে ৪০-৪৫টি ট্রাঙ্ক নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যা য়ের ফ্ল্যাট থেকে ।