বিদেশ

মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র

সারা পৃথিবীতেই দ্রুত গতিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। আর সেই কারণেই এটি নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। খনও পর্যন্ত ৭৫টি দেশে 1১৬ হাজারেরও বেশি সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ ‘হু’-র ডিরেক্টর টেডরস অ্যাডহানম হেব্রিসাস জানিয়েছেন, নতুন নতুন উপায়ে খুব দ্রুত এই সংক্রমণ দুনিয়ায় ছড়িয়ে পড়ছে ৷ তিনি বলেন, “আমরা এ সম্পর্কে বিশেষ কিছু জানি না ৷ তবে বিশ্বে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে ৷” আন্তর্জাতিক স্বাস্থ্য বিধান অনুযায়ী একে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেন তিনি ৷ মধ্য এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় কয়েক দশক ধরে মাঙ্কিপক্সের অস্তিত্ব রয়েছে ৷ তবে চলতি বছর মে মাসের আগে পর্যন্ত বিশাল আকারে তা দেশের বাইরে ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যত্র মাঙ্কিপক্স মহামারি আকার ধারণ করেছে ৷ এর আগে সাম্প্রতিক অতীতে ২০১৪ ইবোলা এবং ২০১৬ জিকা ভাইরাসের ক্ষেত্রে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিল ‘হু’ ।