এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে ৷ প্রথমে ইডি আধিকারিকরা মিডিয়ার সঙ্গে লুকোচুরি করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনে তিন থেকে চারবার ইএসআই হাসপাতালে চক্কর কেটে তারপর সেখানে নামানো হয় অর্পিতাকে ৷ গাড়ি থেকে অর্পিতা বলেন, “আইন আইনের পথে চলবে, আইনের ওপর আস্থা আছে৷” শনিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়ার পর সারারাত নিজাম প্যালেসে কাটে অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি এবং সিআরপিএফ-এর মহিলা আধিকারিকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি । আজ বেলা ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার দফতর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার এএসআই হাসপাতালে। সেখানে ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গিয়েছে । এরপরে অর্পিতাকে ব্যাংকশাল আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে সূত্রের খবর ।