ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বিশাল এলাকাজুড়ে। বুধবার দেশটির লুজন দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী ম্যানিলা-সহ অনেক এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবরা প্রদেশের ডোলোরেস শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ১১ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, গুরুতর আহত বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে ভবনটি আংশিক ধসে পড়ার পর আবরা প্রদেশের একটি হাসপাতাল খালি করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ৪জন এবং আহত হয়েছে ৬০জন,। আবরা প্রদেশের লাগানগিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘আমরা এখনও আফটারশক অনুভব করছি। আমরা বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের বিদ্যুৎ সরবরাহও বন্ধ। কারণ বিপদের সময় এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।’