কলকাতা

টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্বাভাস

কলকাতাঃ কলকাতায় কাল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। আজকেও থামার নাম গন্ধ নেই। এই টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই জল থইথই করছে কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, বড়বাজার, আলিপুর, খিদিরপুর, একবালপুর, বেহালায়। আদর্শনগরে তো বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। এছাড়া প্রবল বৃষ্টিতে শনিবার সকালে গাছ উপড়ে পড়ায় বিপত্তি ঘটে সাদার্ন অ্যাভিনিউতে। সায়েন্স সিটির সামনের রাস্তা চলে গেছে জলের তলায়। প্রবল বৃষ্টিতে ট্যাংরায় গুদামের ছাদ ভেঙে পড়ায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক এলাকায় হাঁটু সমান জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। খারাপ আবহাওয়ার কারণে বিমান অবতরণেও সমস্যা দেখা দিয়েছে। কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় জল জমে যাওয়ায় যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বৃষ্টির জেরে হাওড়ায় কারশেডে জল জমে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে বর্ধমান মেন লাইনের ৬টি ট্রেন। এছাড়া শ্রীরামপুর, শেওড়াফুলি সহ একাধিক লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া শিয়ালদহ মেন, বনগাঁ ও দক্ষিণ শাখাতেও লাইনে জল জমে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টি হচ্ছে। হাওড়ার একাধিক এলাকা জলমগ্ন। রায়দিঘি, ডায়মন্ডহারবার, ক্যানিংয়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।