বিনোদন

প্রয়াত অভিনেতা রসিক দাভে

প্রয়াত হলেন সিআইডি’ খ্যাত অভিনেতা রসিক দাভে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিন্দি তথা গুজরাতি সিনেমা এবং ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ গত ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্য়ু হল এই জনপ্রিয় অভিনেতার ৷ গত দু’বছর ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ এর মাঝে তাঁর ডায়ালিসিসও করানো হয়েছিল ৷ তবে গত ১৫ দিন আগে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কেতকি দাভের সঙ্গে বিয়ে হয় রসিকের ৷ বহু গুজরাতি ছবিতে কাজ করার পর ‘মাসুম’ ছবির মাধ্যমে বলিউডে ব্রেক পান তিনি । ‘সিআইডি’, ‘কৃষ্ণ’সহ অনেক জনপ্রিয় ধারাবাহিকেরও পরিচিত মুখ ছিলেন এই অভিনেতা ৷