জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে সোমবার কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী । ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার। শুধু তোলাবাজি করার জন্যই এই ১০ কোটি টাকা তিনি চেয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার পুলিশ । জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছিল । অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি-অফিস এবং বিভিন্ন জায়গায় তল্লাশির হুমকি দিয়ে দশ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচিরই এক আইনজীবী । যদিও শেষ পর্যন্ত ২ কোটিতে রাজি হন তিনি । এরপর রবিবার টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই আইনজীবীকে পাকড়াও করে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা । কলকাতা পুলিশের দাবি, ব্যবসায়ীর বেশি জনস্বার্থ মামলা করেছেন রাজীব কুমার । লালবাজার সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খুন, দুর্নীতি সহ একাধিক অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন ওই আইনজীবী । ধৃত আইনজীবীর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ।