দেশ

সারদায় অস্বস্তিতে অধিকারী পরিবার! মুখ্যমন্ত্রীর সফরের আগে দিল্লিতে শুভেন্দু , আজ বৈঠক শাহের সঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগে, আজ রাতেই দিল্লি চলে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের দাবি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ কাণ্ডে ইডির তদন্ত যাতে ‘আরও গভীরে যায়’, তা নিশ্চিত করতে শুভেন্দুর দিল্লি যাত্রা। শাহের সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। আগামী রবিবার নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক। তাতে যোগ দিতে চলতি সপ্তাহে দিল্লি আসছেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক করার কথা তাঁর। রাজনীতির অনেকের মতে, দলে অনেকের আশঙ্কা যে পার্থ মুখ খুললে তৃণমূলের আরও কিছু শীর্ষ নেতা জড়িয়ে পড়তে পারেন। এমন আবহে মমতার দিল্লি সফর ঘিরে বাম-কংগ্রেস যখন বিজেপি ও তৃণমূলের মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলে সরব, শুভেন্দুর দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যাতে ‘আরও গভীরে’ গিয়ে তদন্ত করে, ইডির ‘ফাঁস’ যাতে আরও কড়া হয়, সেই সওয়াল করতে কাল শাহ-সাক্ষাতের পরিকল্পনা শুভেন্দু-সুকান্তের। দলীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর।