অবশেষে ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি। ডিআইজি (সিআইডি-অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে আদালতে পেশ করা হবে । গতকাল সল্টলেকের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে থেকেই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ টিম । তাঁকে নিয়ে আসা হয় ভবানী ভবনে । সেখানে তিনি অসুস্থতা বোধ করেন । ফলে তাঁকে ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । সেখানে ঘণ্টা দেড়েক ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালান চিকিৎসকরা । কিন্তু তাঁর শরীরে ক্রনিক রোগ ছাড়া সে ভাবে কোনও কিছু পাননি চিকিৎসকরা, ফলে তাঁকে ছেড়ে দেওয়া হয় । এরপরে অবশেষে সিআইডি গোয়েন্দারা তাঁকে নিয়ে আসেন ভবানী ভবনে । রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অবশেষে আজ সকালে তাঁকে গ্রেফতার করে সিআইডি । ধৃত মহেন্দ্র আগরওয়ালকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন সিআইডির গোয়েন্দারা । উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এল তা জানার চেষ্টা করা হয় । কিন্তু জেরায় মহেন্দ্র আগরওয়াল সেভাবে তদন্তকারীদের কোনও সাহায্যই করছেন না বলে সিআইডি সূত্রের খবর । গোয়েন্দারা অনুমান করছেন, হাওয়ালা কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন মহেন্দ্র আগরওয়াল । পাশাপাশি তাঁর সল্টলেক সেক্টর ওয়ানের বাড়িতেও গতকাল তল্লাশি অভিযান চালায় সিআইডির একটি বিশেষ ইউনিট । একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ।