কলকাতা

শহরে উদ্ধার প্রচুর জাল নোট, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে পাচারকারী

মালদার কুখ্যাত জাল নোট পাচারকারীকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ধৃতের নাম রফিকুল ওরফে কাল্লু । তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার হারুচক গ্রামে । জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৪ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি প্রত্যেকটি ৫০০ টাকার । উদ্ধার করা হয়েছে ৫০০ টাকার মোট ৮০০টি জাল নোট । এই জাল নোটগুলি নিয়ে ওই ব্যক্তি কেন কলকাতায় এসেছিলেন, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্ক ফোর্স) ভি সলেমান নেশাকুমার জানিয়েছেন, ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা । ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলার রুজু করেছে পুলিশ । সূত্রের খবর, গোপন সূত্রে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পারেন কলকাতার মৌলালী ক্রসিং-এর কাছে এই ব্যক্তি জাল নোট সরবরাহের জন্য আসছেন । এই খবর পেয়েই এন্টালি থানার সাহায্যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেন । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি কালো রঙের ব্যাগ এবং সেই ব্যাগ খুলতেই দেখা যায় প্রচুর জাল নোট।