কলকাতা

এখন থেকে অ্যাপ ক্যাবের যাত্রীদের এয়ারপোর্টে ড্রপ কিংবা পিক আপ-এ লাগবে ১০০ টাকা পার্কিং ফি

এখন থেকে অ্যাপ ক্যাব নির্ভর ভাড়া গাড়িতে কলকাতা বিমানবন্দরের ভিতরে ড্রপ কিংবা পিক আপ নিলে যাত্রীদের বাড়তি পার্কিং ফি দিতে হবে। বুধবার থেকে বাণিজ্যিক গাড়িগুলির পার্কিং ফি ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করেছিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন অ্যাপ ক্যাব গাড়ির চালকরা। তাঁদের দাবি, ক্যাব সংস্থাগুলি এয়ারপোর্টের পার্কিং ফি হিসেবে ৬০ টাকার উল্লেখ রয়েছে অ্যাপে। সে কারণে যাত্রীদের বিলে পার্কিং ফি হিসেবে ৬০ টাকাই উল্লেখ থাকছে। চালকদের পকেট থেকে ৪০ টাকা দিতে হচ্ছে। এই কারণে বুধবার পরিষেবায় বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, দুটি নামকরা ক্যাব সংস্থা এদিন থেকেই নিজেদের অ্যাপ সংশোধন করে নিয়েছে। অর্থাৎ এখন থেকে এয়ারপোর্টের ট্রিপে ক্যাবগুলির পার্কিং ফি ১০০ টাকাই দেখান হবে।