খেলা

ব্যাডমিন্টন সিঙ্গলসে দেশকে সোনা এনে দিলেন পি ভি সিন্ধু

কানাডার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে কমনওয়েলথে সোনা জিতলেন হায়দরাবাদি শাটলার পি ভি সিন্ধু৷ অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় শাটলার গ্লাসগো কমনওয়েলথ গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ এবং গোল্ড কোস্টে জিতেছিলেন রূপো। সিন্ধু তাঁর সোনা জয়ের আক্ষেপটা মিটলো বার্মিংহ্যামে। কানাডার মিশেল লি-কে সহজেই পরাস্ত করে সোনা জিতলেন ‘সোনার মেয়ে’ সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। সিন্ধুর হাত ধরেই তৈরি হলো ইতিহাস। এদিন গোল্ড মেডেল ম্যাচের প্রথম সেটে কানাডার প্রতিপক্ষ মিশেল লি-কে ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন সিন্ধু। দ্বিতীয় সেটে কার্যত পাত্তাই পেলেন না মিশেল। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সোনার স্বপ্ন পূরণ করলেন সিন্ধু। আজকেই সমাপ্তি ঘটছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবে থাকবেন নিখাত জারিন এবং শরথকমল। এখনও পর্যন্ত ভারত মোট ৫৬ টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে ১৯ টি সোনা, ১৫ টি রূপো এবং ২২ টি ব্রোঞ্জ।