২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ, মোট ৬১টি মেডেল, চারে শেষ ভারত
পুরুষ ডাবলসে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটির ঐতিহাসিক সোনা দিয়েই বার্মিংহ্যাম গেমসে ব্যাডমিন্টন অভিযান শেষ করল ভারত ৷ কমনওয়েলথ গেমসের ইতিহাসে ব্যাডমিন্টনে ভারতের তিনটি সোনাজয়ের কীর্তি এই প্রথম৷ সিঙ্গলসে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেনের স্বর্ণপদক জয়ের পদাঙ্ক অনুসরণ করেই পোডিয়াম শীর্ষে শেষ করলেন সাত্বিক-চিরাগ ৷ ফাইনালে ইংল্যান্ডের বেন লেন এবং সিন মেন্ডি জুটিকে হেলায় হারাল দেশের পয়লা নম্বর জুটি ৷ ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জিতে বার্মিংহ্যাম থেকে সোনা নিয়ে ফিরছে দেশের দুই তরুণ তুর্কী ৷ দিনকয়েক আগে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে নিজেদের ম্যাচ জিততে পারেননি সাত্বিক-চিরাগ ৷ ভারতকেও সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপো জিতে ৷ তাই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ডাবলসে প্রথম পদক (কমনওয়েলথ গেমসের ইতিহাসে) আনতে মরিয়া ছিল এই জুটি ৷