নিখোঁজ হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক কী হয়েছিল, তা জানার অধিকার দেশবাসীর রয়েছে । টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । কয়েকজন গবেষকের বক্তব্য, গুমনামি বাবার ছদ্মবেশে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ছিলেন নেতাজি । অনেকে বলেন যে, তিনি রাশিয়ায় ছিলেন । ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নেতাজি সম্পর্কিত ৬৪টি ফাইল প্রকাশ্যে আনে। যা স্বরাষ্ট্র দপ্তরের কাছে রাখা ছিল। যদিও ২০১৬ সালে ১ সেপ্টেম্বর মোদি সরকার জাপান সরকারের মহাফেজখানা থেকে তথ্য সংগ্রহ করে জানিয়েছিল নেতাজির মৃত্যু হয়েছে তাইহোকু বিমান দুর্ঘটনাতেই। কিন্তু এর সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি।
আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজী তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে।
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2019