দেশ

রায়গড়ের উপকূলে সন্দেহজনক বোটে একে ৪৭, লাল সতর্কতা জারি মহারাষ্ট্র

বৃহস্পতিবার রায়গড়ের উপকূলে একে ৪৭ অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র-সহ একটি সন্দেহজনক বোটের দেখা মেলে । ইতিমধ্যেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, রায়গড়ের হরিহরেশ্বর সমুদ্র সৈকতের কাছে ওই অস্ত্রভর্তি বোটটি পাওয়া গিয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে । যে জায়গায় বোটটি পাওয়া গিয়েছে সেটি মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার এবং পুনে থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে ।