দেশ

হিমাচলে দুর্যোগের জেরে মৃতের সংখ্যা বেড়ে ২২, জারি সতর্কতা

 হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল ‘ভারতীয় আবহাওয়া বিভাগ’ বা আইএমডি ৷ জারি করা হল ‘কমলা সতর্কতা’ ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, “আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী ২৪ অগাস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা ৷” আবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ তাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷